E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ

২০২১ অক্টোবর ০৭ ১৮:৩৪:১৪
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা সহ মোট ১৯৩ টি পুজা মন্ডপে ৫০০ কেজি করে মোট ১০০ মেট্রিক টন জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। 

সদর উপজেলা প্রশাসন কর্তৃক আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর)সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান কার্যক্রম হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে ডিও প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিটি পূজামন্ডবে ধর্মীয় গান ব্যতিত অশ্লীল ডিজে নাচ গান সম্পূর্ণ ভাবে বিরত থাকতে হবে। যেসব পূজামণ্ডপে এই ধরনের নাচ গান চলবে, সেই সব মন্দির কালো তালিকায় লিপি বদ্ধ করা হবে। যাতে করে আগামী বছর তারা পূজা করতে পারবেনা।

তিনি আরো বলেন, দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে। আপনাদের প্রতিমা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা এখনো একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে ভেতরে ভেতরে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এসময় আরো বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোনো বিশৃঙ্খলা পাশাপাশি মাদক, ইভটিজিংয়ের মতো ঘটনা রুখতে কঠোর নজরদারি থাকবে। এ ধরনের ঘটনায় কোন অনুনয়-বিনয় শোনা হবে না। এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

ডিও প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।

অন্যদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানে সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নূরুন্নাহার বেগম, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার প্রমূখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, ১৯৩টি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বছর ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় মোট ১৯৫টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার অবস্থিত মোট ৮৮টি ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১০৫ টি দূর্গা পূজামন্ডব রয়েছে।

ডিও প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু।

(ডিসি/এসপি/অক্টোবর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test