E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বেনাপোল সীমান্তে ৩৪ বাংলাদেশি আটক

২০১৪ এপ্রিল ২৪ ০৯:০৮:৫১
বেনাপোল সীমান্তে ৩৪ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারত যাওয়ার সময় শিশুসহ ৩৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

পোর্ট থানার পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

খুলনা ২৩ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার ফরিদ উদ্দিন জানান, ওই এলাকায় বেশ কিছু বাংলাদেশি ভারতে পারাপারের জন্য জড়ো হয়েছে বলে খবর পায় বিজিবি। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ বাংলাদেশিকে আটক করে বিজিবি সদস্যরা।

তিনি জানান, আটকদের মধ্যে ১৫ জন নারী, ১৬ জন পুরুষ ও তিনজন শিশু। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটকদের রাতে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।

(ওএস/এইচআর/এপ্রিল ২৪, ০১৪)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test