E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে মানসিক ভারসাম্যহীন রিতার দায়িত্ব নিলেন ইউএনও 

২০২১ অক্টোবর ০৯ ১৬:৪৮:৩৬
অবশেষে মানসিক ভারসাম্যহীন রিতার দায়িত্ব নিলেন ইউএনও 

দিলিপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদে অসুস্থতা ও অবহেলায় পরে থাকা রিতার দায়িত্ব নিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন। 

উল্লেখ্য "ভাঙ্গায় মানসিক ভারসাম্যহীন নারীর বেঁচে থাকার আর্তনাদ" শিরোনামে একটি খবর ৭ অক্টোবর উত্তরাধিকার ৭১ নিউজ" ও ৮ অক্টোবর দৈনিক বাংলা ৭১ পত্রিকায় প্রকাশিত হয়। এই খবর ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিনের দৃষ্টিতে এলে তিনি মানসিক ভারসাম্যহীন রিতার সঙ্গে সরজমিনে দেখা করে। পরবর্তীতে রিতার মামার সঙ্গে কথা বলে রিতার চিকিৎসার ব্যবস্থা করেন এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, আমি জানা মাত্র দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব কে নির্দেশনা দেই। আজ নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন গতকাল ৯ অক্টোবর সরকারি অ্যাম্বুলেন্সে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, ঘারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফি উদ্দিন মোল্লা, ঘারুয়া ইউনিয়ন পরিষদ সদস্য নুরু সিকদার ও মোশাররফ হোসেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন আজকের ভোরের বাংলাদেশ অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্ট রিপন শেখ ও পদ্মার নিউজ ও খবর টুডের স্টাফ রিপোর্টার সোহাগ মাতুব্বর। রিতা রানীর মামা দুলাল মালো প্রমুখ।

(ডিসি/এসপি/অক্টোবর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test