E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকার বিপক্ষে কাজ করে উপহার স্বরুপ পেলেন ইউনিয়ন আ. লীগের সভাপতির পদ 

২০২১ অক্টোবর ০৯ ১৮:৫৫:৩৭
নৌকার বিপক্ষে কাজ করে উপহার স্বরুপ পেলেন ইউনিয়ন আ. লীগের সভাপতির পদ 

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার অন্যতম হিন্দু প্রধান ইউনিয়ন হিসেবে পরিচিত বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়ন। এ ইউনিয়নের ৯০% লোক হিন্দু সম্প্রদায়ের। 

জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ও জঙ্গল ইউনিয়নের নৌকা মার্কায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস এর বিরুদ্ধে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম অবস্থান নিয়েছে।

গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পর ৪ বারেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২ বারের উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ এর পক্ষে কাজ করায় জংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমপি এমন অভিযোগ উঠেছে।

তবে ওই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কে বিপুল ভোটের নির্বাচিত করে জংগল ইউনিয়নের জনগণ। যার প্রভাব পড়েছে চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস এর বিরুদ্ধে। কারণ সে এমপি ও তার ছেলে মিতুল হাকিমের কথা না মেনে নৌকার পক্ষে কাজ করেছে।

এমপি জিল্লুল হাকিম রাজবাড়ীর কালুখালি, পাংশা উপজেলার মত বালিয়াকান্দি উপজেলার পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে তার চাচাতো ভাই বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঠিকাদার এহসানুল হাকিম সাধন কে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাড় করিয়ে দেন।

ওই নির্বাচনে সরাসরি উপজেলা ছাত্রলীগ, যুবলীগ কে সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিতে দেখা যায়। এছাড়াও একাধিক ইউনিয়নে আওয়ামীলীগের অনেক নেতাকে নৌকার বিপক্ষে কাজ করেছে।

উপজেলা পরিষদ নির্বাচনে জংগল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ বরণ বসুর ছেলে কল্লোল বসু এমপি ও তার ছেলের নিদ্দেশ ক্রমে নৌকার বিপক্ষে কাজ করে। এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল কুমার বিশ্বাস এর ছেলে অরবিন্দু বিশ্বাস ও নৌকার বিপক্ষে কাজ করে।

উপজেলা নির্বাচনের পর ইউনিয়ন আওয়ামিলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি জিল্লুল হাকিম বক্তৃতা কালে তিনি, জংগল ইউনিয়নের চেয়ারম্যান ও তখন কার সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও তার ছেলে লন্ডন প্রবাসী লিটন কুমার বিশ্বাস এর বিরুদ্ধে প্রায় ঘন্টা খানেক ধরে বিষাদাগার করেন।

ওই বক্তব্য শেষে এমপি জংগল ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হিসেবে কল্লোল বসু ও সাধারণ সম্পাদক হিসেবে অরবিন্দু বিশ্বাস এর নাম ঘোষণা করেন। তখন তিনি অন্য কারো কথার কোন গুরুত্ব দেন নাই বলে অভিযোগ রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জংগল ইউনিয়নের কথিত সভাপতি কল্লোল বসুকে নমিনেশন দেওয়ার পায়তারা চলছে বলে জানা গেছে।

তবে স্থানীয়রা বলছে, কল্লোল বসু পেশায় একজন ইলেক্টনিক্স ব্যবসায়ী। তিনি বালিয়াকান্দি বাজারে ব্যবসার পাশাপাশি বালিয়াকান্দি সদর ইউনিয়নের কুন্ডুপাড়াতে বাড়ী নির্মাণ করে সেখানেই স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। সে কখনো ইউনিয়নে আসে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, নৌকা প্রতিকের বিরোধীতা করায় কল্লোল বসু কে জঙ্গল ইউনিয়নের সভাপতি পদটি উপহার দেওয়া হলো।

(একে/এসপি/অক্টোবর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test