E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাতকে লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানীর ২৩ শ্রমিক বেতন-ভাতা বঞ্চিত 

২০১৪ সেপ্টেম্বর ১৩ ১৫:৫৩:৩৮
ছাতকে লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানীর ২৩ শ্রমিক বেতন-ভাতা বঞ্চিত 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের লাফার্জ-সুরমা কোম্পানীর ২৩ পরিবহণ শ্রমিকের বেতন ভাতা পরিশোধে উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করা হচ্ছে। উচ্চ আদালত থেকে শ্রমিকের পক্ষে রায়ও নির্দেশ প্রদানের পরও কোম্পানী কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন ২৩ শ্রমিক।

অন্যদিকে, কোম্পানী কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ২৩শ্রমিক সরাসরি তাদের নিয়োগ প্রাপ্ত নয়। তারা ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ.আর এন্টারপ্রাইজের মালিক হারুনুর রশিদের মাধ্যমে চুক্তিভিত্তিতে কর্মরত ছিলেন। তাই তাদের দেনা পাওনা পরিশোধের দায়-দায়িত্ব লাফার্জ কর্তৃপক্ষের নয়- এইচ.আর এন্টারপ্রাইজের। শ্রমিকরা এইচ.আর এন্টারপ্রাইজের কাছে প্রতারনার শিকার। পরিবহণ শ্রমিকরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীর গেটের সামনে দাঁড়িয়ে থেকেও পাওনা পরিশোধে কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় তারা পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন।

শ্রমিকরা জানান, লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানী কর্তৃপক্ষ অন্যায়ভাবে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ষড়যন্ত্র করে ২৩জন পরিবহণ শ্রমিককে চাকুরীচ্যুত করা হয়েছে। পরে গত বছরের ৯ ডিসেম্বর চট্রগ্রাম ২য় শ্রম আদালতে ২৩টি মামলা দায়ের করলে লাফার্জ কর্তৃপক্ষ শ্রমিকদের মামলাটি খারিজের আবেদন করেন। কিন্তু এ আবেদনটি গত ১০মার্চ আদালত খারিজ করে ১৮মার্চ আদালত কোম্পানীর নিয়োগকৃত ঠিকাদার হারুনুর রশিদকে মামলার আসামী করার নির্দেশ দেন। কিন্তু লাফার্জ ওই রায় ও নির্দেশের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইবুনাল ঢাকায় একটি আপিল করেন।

অবশেষে গত ১০এপ্রিল আদালত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধও তাদের চাকুরী বহাল করার নির্দেশ দেন। কিন্তু লাফার্জ এনির্দেশ নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে হাইকোর্ট আপিল নিষ্পত্তির জন্য ৪সপ্তাহের রুল জারি করলে লাফার্জ কোন জবাব দেয়নি। পরে ৩সেপ্টেম্বর উচ্চ আদালত শ্রম আপিল ট্রাইব্যুনাল কোম্পানীর আপিল খারিজ করে শ্রমিকদের পক্ষে একই রায় দেন। এরপর পরিবহণ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও চাকুরী স্থায়ী করতে লাফার্জকে বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশন লিখিত আবেদন জানায়।

এব্যাপারে পরিবহণ শ্রমিক নেতা খালেদ আহমদ জানান, লাফার্জের সাথে আঁতাত করে এইচ.আর এন্টারপ্রাইজের মালিক লেবার সর্দার হারুনুর রশিদ আমাদেরকে লাফার্জে চাকুরী দিয়ে বেতন ভাতা থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি অবিলম্বে বেতন ভাতা পরিশোধও তাদেরকে চাকুরীতে বহাল করার দাবি জানান।

এ ব্যাপারে লাফার্জের গণসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম চাকুরীচ্যুত ২৩শ্রমিক তাদের নিয়োগ প্রাপ্ত কর্মচারী নয় দাবি করে বলেন, তারা ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ.আর এন্টারপ্রাইজের নিয়োগ প্রাপ্ত হয়ে চুক্তিভিত্তিতে কাজ করছেন। তাদের বেতন-ভাতা ওই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করা হয়ে আসছিল। তাদের কোন বকেয়া পাওনা থাকলে তা প্রদানের দায়িত্ব ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের।

(সিএম/সেপ্টেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test