E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রব্যমূল বৃদ্ধির ঊর্ধগতি প্রতিরোধের দাবি ঐক্য ন্যাপের

২০২১ অক্টোবর ১১ ১৬:৪৫:১৪
দ্রব্যমূল বৃদ্ধির ঊর্ধগতি প্রতিরোধের দাবি ঐক্য ন্যাপের

পাবনা প্রতিনিধি : ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রণেশ মৈত্র ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আপেল মাহমুদ দ্রব্যমূল বৃদ্ধির ঊর্ধগতি প্রতিরোধের দাবি জানিয়ে নিন্মোক্ত বিবৃতি দিয়েছেন:

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বেশ কিছুদিন যাবত নানাবিধ নিত্য ব্যবহার্য্য ও খাদ্য পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে সাধারণ মানুষের দৈননন্দিন জীবনকে সংকটাপন্ন করে তুলেছে।

ন্যাপ নেতৃতৃন্দ বলেন, আসন্ন শীত মওসুমে বাঙালি চিরকাল অনেক শস্তা দামে নানাবিধ খাদ্য পণ্য যথা চাল, ডাল, তেল, লবণ, মাছ, ডিম, শাক-সবজি খেয়ে থাকেন। এতে তাঁদের স্বাস্থেরও উপকার হয়।

এবার করোনা মহামারীর কারণে উপরোক্ত খাদ্যপণ্য পর্য্যাপ্ত পরিমাণে আহার সকলের স্বাস্থ্যের উন্নতি এবং করোনাসহ নানা রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য্য। কিন্তু অসৎ ব্যবসায়ীরা সিন্ডিকেট হাড়ে এই দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে।
ন্যাপ নেতৃবৃন্দ পরিশোধে এই সকল অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে এবং যথাযথ ব্যবস্থাদি গ্রহণ করে পণ্য মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।

(আর/এসপি/অক্টোবর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test