E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বীরগঞ্জে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

২০১৪ সেপ্টেম্বর ১৩ ১৭:১২:১৩
বীরগঞ্জে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ঘটনার ৬৩ দিন পর অবশেষে স্কুল শিক্ষক রনজিৎ কুমার রায়কে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ শুক্রবার দিবাগত রাতে বীরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক দরিদ্র মেধাবী ছাত্রীকে গত ১০ জুলাই সাজেশন দেয়ার নামে বীরগঞ্জে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই স্কুলের ক্রীড়া শিক্ষক রনজিৎ কুমার রায়। এরপর সেই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রনজিত ধর্ষিতা ছাত্রীকে হুমকি দেয় বিষয়টি কাউকে অভিযোগ করলে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।

এরপরও বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে ফেলায় ধামাচাপা পড়ে যায়। ধর্ষিতা মেধাবী ছাত্রীর দিনমজুর বিধবা মা জানান, তিনি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে গিয়ে বিচার প্রার্থনা করলেও চেয়ারম্যান শিক্ষকের অবলম্বন করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এরপর বীরগঞ্জ থানা পুলিশের কাছে গেলেও থানায় মামলা নেয়নি। পুলিশ। অবশেষে ২৪ আগষ্ট ধর্ষিতার মা দিনাজপুর চীফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করে।

ধর্ষিতার মা স্কুলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেও স্কুল কর্তৃপক্ষ প্রথমে কোন ব্যবস্থা নেয়নি। পরে ২৩ আগষ্ট স্কুল কর্তৃপক্ষ ওই স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

এদিকে পিতৃহীন ওই দরিদ্র মেধাবী ছাত্রী ন্যায্য বিচার না পাওয়ায় অবশেষে বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকার সচেতন মানুষ। ধর্ষক শিক্ষককে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী স্কুল ঘেরাও ও মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সংবাদ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়।

অবশেষে এলাকাবাসী বিক্ষোভের মুখে শুক্রবার দিবাগত রাত ১০টায় বীরগঞ্জ বলাকার মোড় এলাকা থেকে ধর্ষক স্কুল শিক্ষক রনজিত কুমার রায়কে গ্রেফতার করে বীরগঞ্জ থানা পুলিশ। রাতেই গ্রেফতারকৃত রনজিৎ কুমার রায়কে বীরগঞ্জ থেকে কোতয়ালী থানায় পাঠানো হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান, এলাকায় উদ্ভুত পরিস্থিতি এড়াতে রাতেই তাকে দিনাজপুর কোতয়ালী থানায় প্রেরন করা হয়।

কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃত স্কুল শিক্ষক রনজিত রায়কে আদালতে প্রেরণ করা হয়।

(এটি/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test