E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

সালথায় সাংবাদিকদের সাথে ইউএনও হাসিব সরকারের বিদায়ী শুভেচ্ছা বিনিময়

২০২১ অক্টোবর ১৩ ১২:৫১:১৬
সালথায় সাংবাদিকদের সাথে ইউএনও হাসিব সরকারের বিদায়ী শুভেচ্ছা বিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের বদলীজনিত কারণে বিদায়ী শুভেচ্ছা মিনিময় করেছেন সাংবাদিকরা। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাংবাদিক আবু নাসের হুসাইন, জাহাঙ্গীর আলম শাহজাহান, নুরুল ইসলাম নাহিদ, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আজিজুর রহমান, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, এমকিউ হোসাইন বুলবুল, মনির মোল্যা, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মজিবুর রহমান, মোশাররফ হোসেন, আকাশ সাহা, বিধান মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ ইং সালের ১৪ই জুলাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সালথায় যোগদান করেন মোহাম্মদ হাসিব সরকার। তিনি যোগদান করার পর থেকেই নিরলসভাবে কাজ করেন। অল্প সময়ের মধ্যেই গরীব ও অসহায় মানুষের কাছে তিনি প্রিয় হয়ে ওঠেন। বদলীজনিত কারণে তিনি মঙ্গলবার সালথা থেকে বিদায় নিয়ে মুন্সীগঞ্জ জেলার সদর ইউএনও হিসেবে যোগদান করবেন।

(এএনএইচ/এএস/অক্টোবর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test