E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুয়াকাটায় মোটরসাইকেলের চাকায় শিশু আহত

২০১৪ সেপ্টেম্বর ১৩ ১৮:১৩:০৬
কুয়াকাটায় মোটরসাইকেলের চাকায় শিশু আহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : স্কুল ছুটিতে মায়ের সাথে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে গিয়ে সৈকতে পর্যটকদের বেপরোয়া মোটরসাইকেলের চাপায় পিষ্ট হয়ে আহত হয়েছে এক শিশু। শনিবার দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহত তুবা (৬) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ সময় কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয়রা মোটরসাইকেলসহ তানভীর ওরফে শাহীন ও হাসনাতকে আটক করে কুয়াকাটা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে। কুয়াকাটা সৈকতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকলেও টহল পুলিশ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পর্যটকদের অভিযোগ।

আহত তুবার মামা সিমু মীরা জানায়, কলাপাড়ার সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের কেজি ওয়ানের ছাত্রী তুবা তার মা সুমি আক্তারের সাথে শনিবার সকালে কুয়াকাটা ঘুরতে যায়। তারা সৈকতে গোসল করার সময় সাগরের পানির মধ্য দিয়ে বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটি তুবাকে চাপা দেয়। এতে তার মাথা, মুখমন্ডল, ও পায়ের বিভিন্ন অংশ জখম হয়। তাৎক্ষনিক তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই সঞ্জয় মন্ডল জানান, দুর্ঘটনার ঘটনায় মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে সৈকতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ হলেও তাদের লোকবল কম থাকায় সবসময় সৈকতে টহল দেয়া সম্ভব হচ্ছেনা। তবে দুর্ঘটনার পর সৈকত থেকে সব মোটরসাইকেল উঠিয়ে দেয়া হয়েছে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test