E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃতীয় ধাপে টাঙ্গাইলের তেইশটি ইউনিয়নের ভোট গ্রহণ ২৮ নভেম্বর

২০২১ অক্টোবর ১৪ ১৯:৪০:৫০
তৃতীয় ধাপে টাঙ্গাইলের তেইশটি ইউনিয়নের ভোট গ্রহণ ২৮ নভেম্বর

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : বাংলাদেশে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইল জেলার ৩ টি উপজেলায় (নাগরপুর,মধুপুর,কালিহাতি)  ২৩ টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৮ নভেম্বর।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এসব ইউনিয়ন মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর। জেলায় ইতোমধ্যে দ্বিতীয় ধাপে ৩ টি উপজেলায় ১৯ টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর‌্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

(এসএএম/এএস/অক্টোবর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test