E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা!

২০২১ অক্টোবর ১৬ ১৩:১০:০০
মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে কথা উঠেছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তেলিগাতী ইউনিয়নের চোমরা গ্রামের সৈয়দ আলী শেখের বাগান থেকে উদ্ধার করা হয় প্রতিবেশী আবুলয়াল শেখের(৬০) ঝুলন্ত মরদেহ। বিভিন্ন এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে অনেকে দাবি করেছেন। আবুল হোসেনকে আশা, ব্র্যাক ও গ্রামীন ব্যাংককে প্রতি সপ্তাহে সাড়ে ৩ হজার টাকা কিস্তি দিতে হয়। আজও তার একটি এনজিওর ১৬০০ টাকা কিস্তি দেওয়ার কথা ছিলো।

জানা গেছে, বুধাবর সন্ধা থেকে নিখোঁজ হন ৫ সন্তানের জনক আবুয়াল হোসেন আবু। রাত ১০টার দিকে স্ত্রী, সন্তান ও প্রতিবেশীরা খোজখুজি শুরু করেন। রাত ১ টার দিকে দেখতে পান পাশের বাড়ির বাগানে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ স্থনীয়দের সহযোগীতায় আবুল হোসেনের ঝুলন্ত মরদেহ গাছ থেকে নামায়।

এ বিষয়ে আবুল হোসেনের স্ত্রী শেফালী বেগম কিছু বলতে রাজি হনিনি। তার ছেলে মো. নাজমুল শেখ বলেন, আমি বাড়ি ছিলাম না। আজ বাড়িএসে শুনি দেনার কারণে বাবা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, কারো কোন সন্দেহ ও অভিযোগ না থাকায় পোষ্ট মরটেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(এসআইকে/এএস/অক্টোবর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test