E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

দুর্গোৎসবে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্য ন্যাপের বিবৃতি

২০২১ অক্টোবর ১৬ ১৪:৫২:০০
দুর্গোৎসবে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্য ন্যাপের বিবৃতি

পাবনা প্রতিনিধি : দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্য ন্যাপ বিবৃতি দিয়েছেন।

ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন:

দেশের প্রায় সর্বত্র সদ্য সমাপ্ত দুর্গোৎসবকে কেন্দ্র করে যে মন্দির আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট হিন্দুদের বাড়ীঘরে অগ্নি সংযোগ ঘটলো তার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই।

কুমিল্লার ঘটনা ঘটার পর, নোয়াখালি, সিলেট, হবিগঞ্জ, কুড়িগ্রাম, পাবনার বেড়া সহ যে সকল ঘটনা ঘটেছে তা আদৌ বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, রীতিমত সংগঠিত দেশব্যাপী অভিযান। কুমিল্লায় যে অভিযোগ তোলা হয়েছে তা যে সর্বেব মিথ্যা, তাতে কোন সন্দেহ নেই। অতীতেও এ জাতীয় বা আরও ভয়াবহ ঘটনা ঘটেছে তার কোন বিচারও হয় নি। উল্টো সাম্প্রদায়িক দাঙ্গায় অভিযুক্ত বিচারাধীন দুই আসামীকে নৌকা প্রতীকে সম্প্রতি মনোনয়ন দেয়া হয়েছিল যা সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় বাতিল হয়েছে।

পরিশেষে ন্যাপ নেতারা দাবী করেন সকল অপরাধীর কঠোর শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দান। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারী সফল হোক।

(আর/এসপি/অক্টোবর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test