E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় আদিবাসী পল্লীতে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন বিতরণ 

২০২১ অক্টোবর ১৭ ১৮:১১:১৯
নওগাঁয় আদিবাসী পল্লীতে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন বিতরণ 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উদয়ন সমিতির (উস) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের সিংহন্দী আদিবাসী পল্লীর পশ্চিম পাড়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বি,এন,এফ) অর্থায়নে ২০২০-২০২১ অর্থবছরে ৫ লাখ টাকা ব্যয়ে এ কর্মসূচির আওতায় ৩০টি দুঃস্থ আদিবাসী পরিবারে এসব স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করে দেয়া হয়। এদিন ওইসব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন উদ্বোধন উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি মো: মকলেছুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাটিন্দর ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম রুবেল, উদয়ন সমিতি (উস) নির্বাহী পরিচালক মো: ফজলুল হক মোল্লা, উদয়ন সমিতির ম্যানেজার মো: দুরুল হুদা, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত, আবু রায়হান ফকির, মিলন হোসেন প্রমুখ।

(বিএস/এসপি/অক্টোবর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test