E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, থানায় অভিযোগ

২০২১ অক্টোবর ১৯ ২৩:০২:৩৬
নগরকান্দায় সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, থানায় অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নিজাম নকিব এর উপর হামলা করতে এসে উপস্থিত জনগণের হাতে গণধোলাই খেয়ে পালালেন জেলা মৎসজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহানের ভাতিজা সহ অর্ধশতাধিক দূর্বৃত্ত । এঘটনায় নিজাম নকিব বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) বিকালে পৌর শহরের শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে সংঘবদ্ধ সন্ত্রাসীরা সাংবাদিক নিজাম নকিব এর বাইকের গতিরোধ করে হামলা করতে গেলে উপস্থিত এলাকাবাসী দূর্বৃত্তদের গণধোলাই দিলে তারা পালিয়ে যায়।

সাংবাদিক নিজাম নকিব জানান, আমি বাসা থেকে বেরিয়ে প্রেসক্লাবের উদ্দেশ্যে যাত্রাকালে শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে গেলে অপরিচিত এক ব্যাক্তি আমার বাইকের গতিরোধ করে হামলার চেষ্টা করে। এসময় উপস্থিত এলাকাবাসী এগিয়ে এসে দূর্বৃত্তদের ধাওয়া করলে, তারা একটি স্টিলের দোকানে আশ্রয় নেয়। তখন উত্তেজিত এলাকাবাসী তাদের ঘেরাও করে রাখলে, যুবলীগ নেতা কামরুজ্জামান মিঠু এলাকাবাসীকে উপযুক্ত বিচার দিবেন বলে দূর্বৃত্তদের তার হেফাজতে নিয়ে নেন।

তিনি আরও বলেন, আমি দূর্বৃত্তদের মাঝে একজন'কে চিনতে পেরেছি, সে হচ্ছে তথাকথিত শিল্পপতি কাজী অব্দুস সোবহান এর আপন ভাতিজা তানভীর কাজী। আমি জানিনা কি করনে দূর্বৃত্তরা হামলা করতে চেয়েছিল, আমি নগরকান্দা বাসীর কাছে চিরকৃতজ্ঞ যে, তারা আমার প্রান বাচিয়েছেন। আমি এ বিষয়ে নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের পরামর্শক্রমে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দ এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তা না হলে নগরকান্দার সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব জানান, সাংবাদিক নিজাম নকিবের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এন/এসপি/অক্টোবর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test