E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

সম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাগুরায় ঐক্য পরিষদের অনশন ও বিক্ষোভ  

২০২১ অক্টোবর ২৩ ১৮:১৪:৩০
সম্প্রদায়িক হামলার প্রতিবাদে মাগুরায় ঐক্য পরিষদের অনশন ও বিক্ষোভ  

মাগুরা প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক তান্ডবের প্রতিবাদ ও দোষিদের বিচারের দাবীতে গতকাল শনিবার সকালে মাগুরায় গণ অনশন ও বিক্ষোভ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

সকাল ৬টা থেকে স্থানীয় নোমানী ময়দান শহীদ মিনার চত্বরে গণঅনশন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি এ্যাড. সঞ্জিতকুমার বিশ্বাস । সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুত কুমার সিংহ, পূজা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব কুন্ডু, নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারি, গীরিধারী আশ্রমের মহাজার অসিম দাস, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মাগুরা সাতদোহা ন্যাংটা বাবা আশ্রমের সভাপতি লিপিকা দত্তসহ অন্যরা। সভা থেকে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করা ও সাম্প্রদায়িক হামলাকারিদের বিচারের দাবী করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(ডিসি/এসপি/অক্টোবর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test