E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এ কে খন্দকার গাজীপুরে অবাঞ্ছিত

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১৩:১৭:২৮
এ কে খন্দকার গাজীপুরে অবাঞ্ছিত

গাজীপুর প্রতিনিধি : এ কে খন্দকার রচিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিকে বিতর্কিত তথ্যে ভরা দাবি করে এটি প্রকাশের প্রতিবাদ জানিয়ে এ কে খন্দকারকে গাজীপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর জেলা বার শাখার নেতারা।

রবিবার সকালে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা ওই ঘোষণা দেন। পাশাপাশি এ কে খন্দকারকে প্রদত্ত মুক্তিযুদ্ধের সকল খেতাব প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দীক বলেন, ‘এ কে খন্দকার তার সদ্য প্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন- ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জয় পাকিস্তান’ বলেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি। দিতে রাজি হন নি। মার্চের প্রথম দিকে স্বাধীনতার ঘোষণা দিলে অনেক অল্প ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন- ইত্যাদি বক্তব্য বানোয়াট, অবিশ্বাস্য ও বিতর্কিত তথ্যে ভরা যা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিসংগ্রামে অংশগ্রহনকারী শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।’ বইটি বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে বই প্রকাশের প্রতিবাদে এ কে খন্দকারকে গাজীপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. আছলাম হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারন সম্পাদক এম নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী মঞ্জুরুল হক, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান খান, মাসুম বিল্লাহ ও আরো অনেকে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test