E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি!

২০২১ অক্টোবর ২৪ ১৬:৫৪:৩৮
রাণীনগর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি!

নওগাঁ প্রতিনিধি : আগামী ১১ নবেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ৮ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ১৯বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং  বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৫৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২১অক্টোবর চুড়ান্ত যাচাই-বাছাইয়ে ৫৪ জন প্রার্থীকেই বৈধ ঘোষনা করেছেন নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার কথা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে প্রায় অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে বর্তমান ও সাবেক চেয়ারম্যানরাও রয়েছেন। কিন্তু বর্তমান চেয়ারম্যানরা মনোনয়ন না পাওয়ায় ৮টি ইউনিয়নে নতুন মুখ দলীয় মনোনয়ন লাভ করেছেন। এরপর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হুমরি খেয়ে পরেন বিদ্রোহী প্রার্থীরা।

সূত্র অনুযায়ী ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যুবলীগ নেতা প্রয়াত গোলাম মোস্তফার স্ত্রী চন্দনা সারমিন রুমকি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদ নজমুল হক।

২নং কাশিমপুর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

৩নং গোনা ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবু শায়েম এবং আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান। ৪নং পারইল ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. নুরে আলম সিদ্দীকি দুলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সুজিত চন্দ্র সাহা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

৫নং বড়গাছা ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বড়গাছা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মহসিন মল্লিক। ৬নং কালীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল ওহাব চাঁন।

৭নং একডালা ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল মজিদ আকন্দ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু এবং সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনের মেয়ে শাহিনুর রহমান শাহি।

৮নং মিরাট ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ফখরুল হাসান।

এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী এবং বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মোট ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২১ অক্টোবর যাচাই-বাছাইয়ে ৫৪ প্রার্থীকেই বৈধ ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল ইসলাম ও রিটার্নিং কর্মকর্তারা জানান, ২৬অক্টোবর দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে। ২৭অক্টোবর প্রতীক বরাদ্ধ দেয়া হবে। আগামী ১১ নবেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২নং কাশিমপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এমপি বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে যারা মনোনয়পত্র দাখিল করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/অক্টোবর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test