E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

২০২১ অক্টোবর ২৭ ১৭:৫৫:৪০
রাণীনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন দ্বিতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান পদে, সংরক্ষিত আসনে ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিন উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী, জাতীয় পার্টির ২ জন প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ জন প্রার্থী ও স্বতন্ত্র ৩২ জন প্রার্থীসহ চেয়ারম্যান পদে মোট ৪৮ জন প্রার্থীর মাধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ৮ ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮৮ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রতীক বরাদ্দের দিন বুধবার উপজেলার ৮ ইউপির চেয়ারম্যান পদে, সংরক্ষিত আসনে ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(এসকেপি/এসপি/অক্টোবর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test