E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

২০২১ অক্টোবর ২৭ ১৮:২২:২৭
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে বুধবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া ও বাসাইলের গুল্যায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে খালেদ হাসান (২৫)। তিনি মির্জাপুর কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। অপরজন নোয়াখালীর কবিরহাট উপজেলার আলাউদ্দিন আহমেদের ছেলে রবিউল ইসলাম (২১)।

গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, বুধবার সকালে মহাসড়কে বাসাইল উপজেলার গুল্যা এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেণ্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

অপরদিকে, বুধবার সকালে মহাসড়কে সদর উপজেলার তারটিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় খালেদ হাসান নামে এক মোটরসাইল আরোহী নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই বিপ্লব খান (৩৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএম/এসপি/অক্টোবর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test