E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০২১ অক্টোবর ২৮ ১৭:৫৪:৫৯
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শহরতলীর  কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর নামক স্থানে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ একজন নিহত  হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা  ১১ টায়  ফরিদপুর জেলার সদর উপজেলাধীন কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে মাগুরা গামী বাস (গাড়ি নং ফরিদপুর-জ-০৫-০০১০) এবং ফরিদপুরগামি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ তুহিন আহমেদ (২৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা।

খবর পেয়ে করিমপুর থানা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস এবং মোটরসাইকেলটি আটক করে থানা হেফাজতে রেখেছেন এবং নিহতের লাশ করিমপুর থানায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় বাস এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান বাস এবং মোটরসাইকেল আমাদের থানা হেফাজতে রয়েছে এবং নিহত ব্যক্তির অভিভাবক পাওয়া গেলে তার লাশ হস্তান্তর করা হবে।

(ডিসি/এএস/অক্টোবর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test