E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সম্প্রীতি সমাবেশ 

২০২১ অক্টোবর ৩০ ১৭:৫৪:৪৯
চাটমোহরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সম্প্রীতি সমাবেশ 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : “মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সম্প্রীতি সমাবেশ।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় সুধীজন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পুলিশের অংশগ্রহণে বের হয় বর্নাঢ্য র‌্যালি।

থানা চত্বরে অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই সুব্রত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন।

বক্তব্য রাখেন, চাটমোহর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, নিমাইচরা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সজীব শাহরীন বলেন, মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, জুয়া, চাঁদাবাজি, আত্মহত্যার মত অপরাধসমুহ রোধে থানা পুলিশের পাশাপাশি বিট পুলিশিংয়ের সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচন মানে নির্বাচন, সিলেকশন নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। কোন প্রকার অনিয়ম করা হবেনা। চাটমোহরের নির্বাচন হবে নিরপেক্ষ, যার ভোট সেই দিবেন। পুলিশ সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

(এস/এসপি/অক্টোবর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test