E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নবজাতক অদলবদলের অভিযোগ 

২০২১ অক্টোবর ৩০ ১৮:৩৫:৪৮
মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নবজাতক অদলবদলের অভিযোগ 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রসুতি বিভাগে নবজাতক অদলবদলের অভিযোগ পাওয়া গেছে। পুত্র সন্তান পরিবর্তন করে কন্যা সন্তান দেওয়ায় গৃহবধূর পরিবার গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

গৃহবধূর পরিবার জানায়, সুমাইয়া আক্তারের (১৮) স্বামীর নাম আরশাদুল ইসলাম ।তারা মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামে বাসিন্দা । গত ২৬ অক্টোবর সুমাইয়াকে কুমুদিনী হাসপাতালে প্রসুতি বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক ডা. বপন কুমার জানায় তাদের পুত্র সন্তান হবে। এর পুর্বে মির্জাপুর হালিম আধুনিক (প্রাইভেট) হাসপাতালের চিকিৎসক ডা. তুলি পাল ও বাঁশতৈল ক্লিনিকের ডা. তারেক মাহমুদও আলট্রাসনোগ্রাম করে একই রিপোর্ট প্রদান করেছেন। গত বুধবার (২৭ অক্টোবর) কুমুদিনী হাসপাতালে সুমাইয়ার সিজারের মাধ্যমে পুত্র সন্তান হয় বলে হাসপাতাল থেকে তাদের জানানো হয়।সে সময় গৃহবধূ সুমাইয়ার পরিবার খুশি হয়ে হাসপাতালের উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করে নবজাতকের জন্য দোয়া কামনা করেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সুমাইয়ার পরিবারের কাছে পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান তুলে দিলে শুরু হয় তোলপাড় । সুমাইয়া ও তার পরিবার কন্যাসন্তান মেনে নিতে রাজি না হওয়ায় হাসপাতালে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় দেন দরবার হলেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়ায়।

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন বলেন, হাসপাতালের সকল কাগজপত্রে সুমাইয়ার কন্যা সন্তান হয়েছে বলে তারা জানতে পেরেছেন। সুমাইয়ার পরিবার ভুল সংবাদ শুনছেন যে তাদের পুত্র সন্তান হয়েছে। আসলে তাদের কন্যা সন্তানই হয়েছে। যেহেতু অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে সুমাইয়ার পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে গৃহবধূর মামা আজিজুর রহমান জানান,সুমাইয়ার পুত্র সন্তান হয়েছে এটা নিশ্চিত। হাসপাতাল কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী তাদের পুত্র সন্তান পরিবর্তন করে কন্যা সন্তাান দিয়েছেন। এটা আমরা মেনে নেব না। আমরা পুত্র সন্তানের দাবীতে কুমুদিনী হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছি। আদালতের সহায়তা নিয়ে ডিএনএ টেস্ট করিয়ে এ সমস্যার সমাধান করতে আমরা প্রস্তুত আছি।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করে এবং কুমুদিনী হাসপাতালের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এসএম/এসপি/অক্টোবর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test