E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার বৈকারী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা 

নৌকার প্রার্থী আ.লীগ নেতা অসলেসহ ৩০ জনের বিরুদ্ধে এফআইআর নেওয়ার নির্দেশ

২০২১ অক্টোবর ৩১ ১৬:৫৬:৫১
নৌকার প্রার্থী আ.লীগ নেতা অসলেসহ ৩০ জনের বিরুদ্ধে এফআইআর নেওয়ার নির্দেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ও বৈকারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু মোঃ মোস্তফা কামালের র‌্যালীতে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৈকারী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আবু মোঃ মোস্তফা কামালের ভাই আফতাবুজ্জামান বাদি হয়ে রবিবার নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান অসলে ও তার দু’ ছেলেসহ ৩০ জন ও অঞ্জাতনামা ২২ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, আগামি ১১ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদে নির্বাচনকে ঘিরে গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান অসলে নৌকা প্রতীক ও জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মোস্তফা কামাল স্বতন্ত্র প্রাথী হিসেবে মোটর সাইকেল প্রতীক পান।

সদর উপজেলা কৃষি অফিস থেকে প্রতীক পাওয়ার পর র‌্যালী করে বৈকারীতে ফেরার সময় বিকেল ৫টার দিকে কেয়ারপাড়া বটতলা নামকস্থানে নৌকা প্রার্থী আসাদুজ্জামান অসলে ও তার ছেলে ইনজামুল হক ইমজা ও জহির রহমানের নেতৃত্বে ৫২ জন হাতে লোহার রড. জিআই পাইপ, চাইনিজ কুড়াল দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আবু মোঃ মোস্তফা কামাল, আব্দুর রহমানসহ ১০/১২ জন জখম হন। ভাঙচুর করা হয় ২০টি মোটর সাইকেল। কেড়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আহত কর্মী সমর্থকদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জিয়াউর রহমান জিয়া মামলা ও আদালতের অদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test