E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেল হত্যা দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালন

২০২১ নভেম্বর ০৩ ১৫:৪৩:৪৮
জেল হত্যা দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালন

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : জেল হত্যা দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৩ নভেম্বর) সকাল আটটায় দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু।

আলোচনা সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেছেন, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতেই আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জেলহত্যা মামলা সচলের প্রক্রিয়া শুরু করেন। তিনি আরো বলেন, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষ নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল একই ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতার পরাজিত শক্তির দোসররা আজ আবারও সক্রিয়। বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রকারীদের যেকোনো মূল্যে প্রতিহত করার জন্য সব সময় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, হেফাজত আরা মীরা, আবু হাসান ববি, আব্দুস সালাম, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন। সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- খাদিজা খাতুন শেফালী, প্রদীপ কুমার রায়, আল-রাজী জুয়েল, শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, শহিদুল ইসলাম দুলু ইমরান হোসেন রিবন, তৌহিদুল করিম কল্লোল, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, সাবরিনা সরকার পিংকি, অসীম কুমার রায় প্রমুখ।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test