E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে জেলহত্যা দিবস পালিত 

২০২১ নভেম্বর ০৩ ১৬:৩৯:৫৩
গোয়ালন্দে জেলহত্যা দিবস পালিত 

এম এ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি বিনম্ম্র শ্রদ্ধায় মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি বলেন, আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। এটি বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম. মুনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে তাদেরকে আজ গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি।

(এইচ/এসপি/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test