E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা প্রার্থীর কর্মীরা পিটিয়ে ভেঙে দিল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ‘পা’!

২০২১ নভেম্বর ০৩ ১৭:৪১:১৬
নৌকা প্রার্থীর কর্মীরা পিটিয়ে ভেঙে দিল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ‘পা’!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার রুহিতা করমজাতলা বাজারে প্রতিপক্ষ সমর্থকদের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সারে দশটার দিকে রুহিতা তাসলিমা শিশু কল্যাণ ট্রাস্ট স্কুলের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের উপরে নৌকা সমর্থক রা হামলা করে হামলা করে। গুরুতর আহত অবস্থায় খলিলকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

উলেখ্য মঙ্গলবার ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদে মনোনয় পত্র দাখিলের শেষ দিন ছিল। মনোনয়ন পত্র জমা দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সারে দশটার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রধান শিক্ষক মোঃ খলিলুর ঐ এলাকার এক মেম্বর প্রার্থী এবং সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক। তিনি মঙ্গলবার সকাল সারে দশটার দিকে স্কুলের উদ্দেশ্য রুহিতা করমজা তলা বাজার হয়ে স্কুলে ছিলেন বলে জানা গেছে। এ সময় সদর ইউনিয়নে নৌকা সমর্থকরা খলিলের গতি রোধকরে আলতাফ খলিফার দোকানের সামনে থেকে মোটরবাইকে স্থানীয় মন্টু মোল্লার ছেলে রনি মোল্লা, আবু জাফরের ছেলে বেল্লাল, আমিনের ছেলে মামুনসহ বেক'জন নৌকার কর্মি খলিলকে তুলে নিয়ে যায়।

ঘটনার সময় উত্তর রুহিতা সামসুল হকের বাড়ির সামনে নিয়ে লোহার রড,জি আই পাইপ ও লাঠি দিয়ে বেদক মারধর করে এবং ঘটনা স্থলেই প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন । তার সঙ্গে পকেটে থাকা ১৩ হাজার টাকাও ওই হামলাকারীরা নিয়ে যায় বলে যানাগেছে। এছাড়াও স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তসনছ করে তাকে বীরদর্পে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রাধান শিক্ষককে এর আগেও উক্ত ব্যক্তিরা হুমকি দেয়া হয়েছিল। স্থানীয় সূত্রে জানাযায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার রাতে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এই আক্রমনে শিক্ষক খলিলের বাম পা ভেঙে গেছে। যন্ত্রনায় হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন তিনি। তিনি জানান, পাথরঘাটা থানায় মামলা করা হবে।

(এটি/এসপি/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test