E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান ও এক সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৩৩৮ প্রার্থী

২০২১ নভেম্বর ০৪ ১৮:২১:১৯
বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান ও এক সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৩৩৮ প্রার্থী

এ কে আজাদ, রাজবাড়ী : আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার  ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ে ঋণ খেলাপীর অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণ খেলাপীর দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আয়নাল হক দেওয়ান ও শফিকুল ইসলাম এবং জঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী শিবনাথ মন্ডল।

উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে সতন্ত্র আহম্মদ আলী, জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা, আ.লীগের মোঃ আঃ হান্নান মোল্যা, সতন্ত্র কামরুজ্জামান। সাধারণ সদস্য ৩২জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০জন। বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র খলিলুর রহমান খান, মোঃ আকমল হোসেন, আ.লীগের মোঃ রেজাউল করিম। সাধারণ সদস্য ২৭জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০জন। নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র মোঃ হাবিবুর রহমান, সালেহ মোঃ ওয়াজেদ আলী, বাদশা আলমগীর, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আ.লীগের মতিয়ার রহমান। সাধারণ সদস্য ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭জন। নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের জহুরুল ইসলাম, সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল ওহাব মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম খান, একেএম আতাউর রহমান, একেএম কবিরুজ্জামান। সাধারণ সদস্য ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২জন।

বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মোঃ নায়েব আলী শেখ, সতন্ত্র কামরুজ্জামান, খন্দকার মশিউল আযম, মোঃ আলমগীর বিশ্বাস, জাফর আলী মিয়া। সাধারণ সদস্য ৩৩জন, সংরক্ষিত সদস্য ১২জন। জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের কল্লোল কুমার বসু, সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইউসুফ বিশ্বাস। সাধারণ সদস্য ৩৩জন ও সংরক্ষিত আসনে ১০জন। জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একেএম ফরিদ হোসেন, সতন্ত্র ইউনুছ আলী সরদার, আবুল কালাম মন্ডল। সাধারণ সদস্য ৩৬জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋন খেলাপীর দায়ে ২ চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

৭টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড ৬৩টি, সংরক্ষিত ওয়ার্ড ২১টি, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি, ভোট কক্ষের সংখ্যা ২৮টি। ইসলামপুর ইউনিয়নে ২৫ হাজার ২১৮ ভোটার, বহরপুর ২৭ হাজার ৬০৫ ভোটার, নবাবপুর ৩১ হাজার ৪৯৭ ভোটার, নারুয়া ২১ হাজার ১৪২ ভোটার, বালিয়াকান্দি ২৩ হাজার ৪৮ ভোটার, জঙ্গল ১৬ হাজার ৫৯৩ ভোটার, জামালপুর ২৪ হাজার ৪৮১ ভোটার।

(একে/এসপি/নভেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test