E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাড়ছে বাসভাড়া, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে বাস মালিক সমিতি

২০২১ নভেম্বর ০৪ ১৮:২৯:২৫
বাড়ছে বাসভাড়া, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে বাস মালিক সমিতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আকষ্মিক প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির ফলে বাড়বে বাসভাড়া। তবে সেটি কত নির্ধারণ হবে সেই ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় বাস মালিক-শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে সাতক্ষীরার বাস-মালিক সমিতি।

সাতক্ষীরা বাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবু জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাসভাড়া বাড়বে তবে এটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সেন্ট্রাল থেকে বিষয় সিদ্ধান্ত নেবেন। বুধবার (৩ অক্টোবর) পর্যন্ত প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৬৫ টাকা।বৃহস্পতিবার সেটির মূল্য ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা। ঢাকায় মালিক-শ্রমিক সমিতির যৌথ মিটিং হয়েছে বলে জেনেছি। আগামীকাল সারাদেশে বাস চলাচল বন্ধ থাকতে পারে। তবে কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা আমরা পাইনি।

এদিকে বুধবার রাত থেকে দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিবহন খরচের কারণে লোহার রড, কাচা সবজিসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে। একইভাবে কোথাও কোথাও দূর পাল্লার পরিবহনে ভাড়া বাড়তি নেওয়ার অভিযোগও উঠেছে।

সাতক্ষীরা বাস মালিক সমিতির আহবায়ক আবু আহম্মেদ বলেন, বাসভাড়া বৃদ্ধির বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন। কিলোমিটার প্রতি কতটাকা ভাড়া বাড়বে সেটি কেন্দ্রীয় বাস মিনিবাস মালিক শ্রমিক সমিতি ফেডারেশন থেকে নির্ধারণ করে দিবে। বর্তমানে আগের ভাড়াতেই বাস চলছে।

(আরকে/এএস/নভেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test