E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনে আব্দুর রহমানের অংশ নিতে কোন বাধা নেই

২০২১ নভেম্বর ০৬ ১৭:৫৪:৩৯
নির্বাচনে আব্দুর রহমানের অংশ নিতে কোন বাধা নেই

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আব্দুর রহমান ইউপি সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করতে গেলে নির্বাচন কর্মকর্তা জানান- ভোটার তালিকায় আব্দুর রহমানের নাম নেই তিনি মৃত্যুবরণ করায় ভোটার তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। 

তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ' আব্দুর রহমান সাবেক ইউপি সদস্য। এবারও তিনি নির্বাচনে অংশ নেবেন। এজন্য গত ৩১ অক্টোবর নির্বাচন অফিসে মনোনয়নপত্র কিনতে গেলে নির্বাচন কর্মকর্তা জানান, আব্দুর রহমান মৃত। মৃত্যুবরণ করায় তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তখন বিষয়টি নিয়ে উপস্থিত সবাই প্রতিবাদ করে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতেও তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে কিভাবে বাদ দেওয়া হয়? একপর্যায়ে নির্বাচন কর্মকর্তা ঢাকায় গিয়ে সংশোধনের পরামর্শ দেন। পরে ঢাকায় গিয়ে এটি সংশোধন করা হয়েছে । অবশেষে আব্দুর রহমান নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার ফিরে পান। পরে ব নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ।
পরিবারের সদস্যদের অভিযোগ -মূলত আব্দুর রহমান যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন এজন্য তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। একটি মহল নির্বাচন অফিসের লোকজনের জোগসাজসে এ কাজটি করেছিল।’

ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কিনতে গিয়ে জানতে পারি আমি মৃত। আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। পরে নির্বাচন কর্মকর্তার সহায়তায় ঢাকা থেকে কাগজটি সংশোধন করা হয়েছে। সংশোধনের পর মনোনয়নপত্র জমা দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মাঠ পর্যায়ে হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারীর তথ্যের ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আব্দুর রহমান নির্বাচন অফিসে আসার পর আমরা বিষয়টি জানতে পারি। পরে আমি ফরওয়ার্ডিং ঢাকায় পাঠিয়ে দিয়ে ফোনেও কথা বলেছি। এরপর এটি সংশোধন হয়েছে। তিনি এখন নির্বাচনে অংশ নিতে পারবেন।’

(এসএম/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test