E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

২০২১ নভেম্বর ০৬ ১৮:৪২:২৩
সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বঙ্গবন্ধু সকলকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সমবায় প্রতিষ্ঠাতা করেছিলেন। সাতক্ষীরায় সমবায় সমিতির মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়েছে। অনেক দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলার সমবায় কার্যক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, রাম প্রসাদ ঢালী, মোখলেছুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম প্রমুখ।

অনুষ্ঠানে সমবায় অঙ্গণে যুযোপযোগি বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার ৩টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৫০টির অধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ-সভাপতি হেনরী সরদার।

(আরকে/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test