E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডবে নিহত ২, আহত ২

২০১৪ এপ্রিল ২৪ ১৫:১৩:৩২
দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডবে নিহত ২, আহত ২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উত্তরের গারো পাহাড় থেকে একটি বন্য হাতি সম্ভবত দলছুট হয়ে সোমেশ্বরী নদীর চর দিয়ে এসে পৌর সভার সাধুপাড়া বেড়ীবাধ দিয়ে উঠে হরি দে এর বাড়ি আক্রমণ করে সেই সময় তার স্ত্রী গীতা রানী দে (৫৫) আহত হলে এলাকাবাসী দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়।

এরপর হাতিটি মানুষের দাওয়া খেয়ে আত্রাখালী ব্রীজ পার হয়ে নলুয়াপাড়া ধানক্ষেতে অবস্থান নেয়। এ সময় আশেপাশের জনগন উপজেলা প্রশাসন ,স্থানীয় প্রশাসন ,পুলিশ প্রশাসন,বিজেবি সহ সর্বস্তরের লোকজন ভীর করলে হাতি দিক বেদিক না পেয়ে উল্টোপাল্টা দৌড়ের সময় চকলেঙ্গুরা গ্রামের আ. হামিদ এর ছেলে আ. রহিম(৫৫), একই গ্রামের ইসহাক আলীর পুত্র মো. তাহের উদ্দিন(৭০), পৌর শহরের মিঠাপুকুর পারের নান্কু পান্ডের ছেলে শিবু পান্ডে(৪০) আহত হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য দুর্গাপুর হাসপাতালে আনার পর তাহের উদ্দিন ও শিবু পান্ডে মারা যায়। এক পর্যায়ে বন্য হাতিটিকে পুলিশ প্রশাসন গুলি করে হত্যা করলে জনগণের মধ্যে স্বস্তি নেমে আসে। উল্লেখ্য যে, এ ঘটনা চলে ভোর ৫ টা থেকে সকাল ৮.৩০ মি. পর্যন্ত।
(এনএস/এএস/এপ্রিল ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test