E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষক বাঁচলে দেশ বাঁচবে : খাদ্যমন্ত্রী

২০২১ নভেম্বর ০৮ ১৭:০৯:৪৪
কৃষক বাঁচলে দেশ বাঁচবে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে বাংলাদেশ আগামীতে বিশ্বের অন্যতম দেশের কাতারে গিয়ে দাঁড়াবে। তাই শেখ হাসিনার উক্তি শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম পন্থা হচ্ছে কৃষি এ জন্য কৃষকের উৎপাদিত পন্যের নায্য মূল্য দিচ্ছে সরকার। বাংলাদেশ সরকার যে হেতু কৃষিবান্ধব সরকার, সেহেতু দেশের কৃষকের আগ্রাধিকার সর্বাগ্রে। কৃষিবান্ধব এই সরকার সবসময় দেশের কৃষককে নিয়ে গর্ববোধ করে। প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।

সোমবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারি, চিনাবাদাম, মুগ ও পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে প্রায়শই যে সকল পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। পরনির্ভরতার কারণে সেসব পণ্য আমাদের আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে, উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর, এখানে যা ফলাতে চান তাই ফলবে।

তিনি বলেন, আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় পাচার হয়ে যেত। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছে। এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কৃষক বান্ধব সরকার কৃষককে প্রণোদণার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।

মন্ত্রী আরো বলেন, গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো কৃষি খাত, গার্মেন্টস খাত এবং প্রবাসীদের রেমিটেন্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতি মন্দায় পতিত হলেও বাংলাদেশের অর্থনীতি ছিলো শক্তিশালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ১ হাজার ৪শ’ জন কৃষকের মাঝে গম, ২শ’জন কৃষকের মাঝে ভুট্টা, ১ হাজার ৫শ’জন কৃষকের মাঝে সরিষা, ১শ’ জন কৃষকের মাঝে সূর্যমুখী, ১শ’ ৫০ জন কৃষকের মাঝে, মশুর, ১শ’জন কৃষকের মাঝে খেসারী, ২০ জন কৃষকের মাঝে চিনাবাদাম, ৩০ জন কৃষকের মাঝে মুগ এবং ২০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। পরে ডাকবাংলো প্রঙ্গণে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের বর্ধিত সভায় যোগ দেন এবং দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

এসময় দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলার ৩ হাজার ৫২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উল্লেখিত কৃষিপন্য বিতরন করেন।

এদিন দুপুরে সাপাহার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরন করেন মন্ত্রী।

(বিএস/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test