E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে : আইজিপি 

২০২১ নভেম্বর ০৮ ১৭:৩৪:১৪
পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে : আইজিপি 

নওগাঁ প্রতিনিধি : এবার সারাদেশে পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে, উল্লেখ করে বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুরনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হবো। সেই সময় যে সমাজ ও রাষ্ট্র কাঠামো ও জনসাধারন তাদের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবেলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করেছে।

সোমবার দুপুরে নওগাঁ শহরের ডিগ্রীর মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

এসময় রাজশাহী রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বিপিএম-পিপিএম, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমল জুড়েই রয়েছে সিসি ক্যামেরা। ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

(বিএস/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test