E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৯ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন

২০১৪ সেপ্টেম্বর ১৫ ১৭:৪৪:১৯
২৯ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন

শেরপুর প্রতিনিধি : আগামী ২৯ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৫ সেপ্টেম্বর সোমবার পুন:তফসিলে নির্বাচন কমিশন ভোটগ্রহণের নতুন এ তারিখ ঘোষণা করেছে। সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটর তালিকা হালনাগাদ সংক্রান্ত উচ্চ আদালতে রীট খারিজ হওয়ায় নির্বাচন কমিশন নতুন এ তারিখ ঘোষণা করে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান আগামী ২৯ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের বৈঠকে নতুন নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনের ৪র্থ দফায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদের অভিযোগে উচ্চ আদালতে রীটের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। আইনী লড়াই শেষে একপর্যায়ে পুন:তফসিল মোতাবেক ৩১ আগষ্ট নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। পুন:তফসিল অনুসারে নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছিলেন।

কিন্তু সদ্য হালনাগাদ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকায় না থাকায় প্রতিদ্বন্দ্বি জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস উদ্দিনের তরফ থেকে আপিল দায়ের হলে আবারো নির্বাচন স্থগিত হয়ে যায়। এনিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু নির্বাচন অনুষ্ঠানের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিলেট ডিভিশনে একটি লীভ টু আপিল আবেদন দায়ের করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টের আপিলেট ডিভিশনের ফুলবেঞ্চে দীর্ঘ শুনানী শেষে স্থগিতাদেশ প্রত্যাহারসহ মূল রিটটি খারিজ হয়ে যায়।

ওই স্থগিতাদেশ আপিল খারিজ হওয়ায় সকল প্রকার আইনী জটিলতা শেষে নির্বাচন কমিশন আগামী ২৯ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test