E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝাউডাঙায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় সরকারি চালের কার্ড বাতিলের হুমকি মারপিটের অভিযোগ 

২০২১ নভেম্বর ০৯ ১৮:৪১:০০
ঝাউডাঙায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় সরকারি চালের কার্ড বাতিলের হুমকি মারপিটের অভিযোগ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : টিউবওয়েল প্রতীকের প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষে ভোট প্রচারনা চালানোয় এক ভোটারকে হুমকি দিয়ে তার ১০ টাকা কেজি দরের সরকারি চালের কার্ড বাতিলের হুমকি ও মারপিটের অভিযোগ উঠেছে  সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মফিজুল ইসলামের বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপডজেলার আখড়াখোলা বাজারে এ ঘটনা ঘটে।

ছাতিয়ানতলা গ্রামের মৃত আবুল কালামের ছেলে আব্দুর রহমান জানান, একজন অসহায় দরিদ্র মানুষ হিসেবে তিনি ঝাউডাঙা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া ১০ টাকা কেজি দরের চালের কার্ড এর সুবিধা ভোগ করে আসছেন। এবার নির্বাচনে বর্তমান মেম্বর মফিজুল ইসলামের ফুটবল প্রতীকের প্রতিপক্ষ টিউবওয়েল মার্কার প্রার্থী সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার করে আসছেন। এতে ক্ষুব্ধ হন মফিজুল ইসলাম।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি আখড়া খোলা বাজারের পাশে ডিলার গোবিন্দ বল্লভের দোকান থেকে ১০ টাকা মূল্যের সরকারি চাল সাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটর সাইকেলে তার সাইকেলের পাশে এসে তার গালে তিন চারটি থাপ্পড় মেরে হুমকি দিয়ে মফিজ মেম্বর বলেন যে, খাবি আমার দেওয়া কার্ডের চাল আর ভোট চাইবি টিউবওয়লের? এটা তোর শেষ চাল। পরবর্তী দফায় তোর চালের কার্ড কেড়ে নেওয়া হবে। দেখি তোর কোন বাপ ঠেকায়।

এ সময় দেবনগরের সফেদ আলীর ছেলে আতিয়ার রহমান, সামছুর রহমানসহ কয়েকজন প্রতিবাদ করায় তাদের কার্ড ও কেড়ে নেওয়ার হুমকি দেন মফিজুল ইসলাম। বিষয়টি তিনি সদর থানায় ও সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন।

এ ব্যাপারে মফিজুল ইসলাম জানান, তার সঙ্গে সোমবার আব্দুর রহমানের দেখাই হয়নি।

(আরকে/এসপি/নভেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test