E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় জেলা পরিষদের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে মার্কেট !

২০১৪ সেপ্টেম্বর ১৫ ১৯:০০:২৫
কলাপাড়ায় জেলা পরিষদের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে মার্কেট !

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে জেলা পরিষদের জায়গা আবার প্রকাশ্যে দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে সরকারদলীয় তিন প্রভাবশালী নেতা। মার্কেট করার জন্য গত তিনদিন ধরে এ দখল সন্ত্রাস চললেও উপজেলা প্রশাসনের লোকজন কোন পদক্ষেপ নিচ্ছেনা। তিনমাস আগে এই প্রভাবশালীমহল জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। কিন্তু তখন তাদের তোলা স্থাপনা উচ্ছেদ না করায় আবারও ওই স্থান দখল শুরু করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াতলী-বানাতিবাজার সড়ক লাগোয়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদের জমিতে ইটের গাঁথুনি দিয়ে পাকা অবকাঠামো নির্মান করার কাজ শুরু হয়েছে। তার পূর্ব পাশেও আলাদাভাবে পাকা অবকাঠামো তোলা হয়েছে। দুটি অবকাঠামো ইতিমধ্যে মাটি থেকে প্রায় পাঁচ ফুটের মত ওপরের দিকে তোলা হয়েছে। সরকার দলীয় তিন প্রভাবশালী যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতার এ দখল সন্ত্রাসে স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। ইতিমধ্যে বালিয়াতলী ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম হাওলাদার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টিনশেড একটি ঘর তুলে ফেলেছেন।

তবে দখলদাররা বলেন এ জমি তাদের নামে ডিসিআর কাটা। তারা বলেন, এই জমি ইউনিয়ন পরিষদের হলেও তা কোন কাজে আসছে না। তাই লিজ নিয়ে তারা মার্কেট নির্মান কাজ শুরু করেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ওই জমি জেলা পরিষদের। আমরা জমি দখলের কথা শোনার পর সঙ্গে সঙ্গে সার্ভেয়ার ও তহশিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ করে লাল নিশান টানিয়ে দিয়েছি। সরকারী জায়গায় কেউ স্থাপনা তুললে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test