E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

২০২১ নভেম্বর ১০ ১৭:৪৫:১০
বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিদর্শক লিয়াকত আলী লাকী বলেছেন, বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। 

বুধবার নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি পরিদর্শন কালে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ ও পত্নীতলা আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে একাডেমিতে এক আলোচনা সভায় তিনি কথাগুলো বলেন। তিনি বলেন, এ অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি নির্মাণ করা হয়েছে, যা রক্ষার দায়িত্ব সকলের।

এর আগে প্রধান অতিথি নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি ভবন পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের সাথে সৌজন্য সাক্ষাত করেন। উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন পাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, পতœীতলা থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও নসা উপদেষ্টা সুধীর তির্কী, জাতীয় আদিবাসী যুব পরিষদ পত্নীতলার সভাপতি পরেশ টুডুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

(বিএস/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test