E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

২০২১ নভেম্বর ১০ ১৮:০৯:১০
নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দ্বিতীয় ধাপে নীলফামারী সদরের ১১টি ইউনিয়নে ১১ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনী দফতর।

বুধবার দুপুর দুইটা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। পুলিশ আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এগুলো নেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে। সরঞ্জমাদীর মধ্যে স্বচ্ছ ভোট বাক্স, ব্যালট পেপার, কালি। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনী এলাকায় পুলিশ এবং র্যা ব টহল দিচ্ছে। কাউকে বহিরাগত সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। কাগজ-পত্রবিহীন মোটরসাইকেল পেলে জব্দ করা হচ্ছে।ভোটকেন্দ্র সমুহ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

মোখলেছুর রহমান বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে এছাড়া থাকছে টহল পুলিশ। তিনি বলেন, অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে যা প্রয়োজন সবই করা হয়েছে। কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ব্যতিত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, পাঁচজন রিটার্নিং অফিসারের নেতৃত্বে ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০০ টি কেন্দ্রের ৫৮৬ টি ভোটকক্ষে ভোট দেবেন ২ লাখ ১২ হাজার ৫ জন ভোটার।

তিনি বলেন, পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬ হাজার ৮৯৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৫ হাজার ১০৭ জন। নীলফামারী জেলা সদর উপজেলায় ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।
নির্বাচনীয় এলাকায় বহিরাগত প্রবেশে বাঁধাসহ আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে পুলিশ রয়েছে সর্তক। ১১ টি ইউনিয়নের ১০০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহিৃত করা হয়েছে। নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬৪ জন, সংরক্ষিত আসনে ১৪৭ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

বুধবার থেকে প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাওয়ার আগেই শেষ সময় মঙ্গলবার প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা সুত্র মতে এই ১১টি ইউনিয়নের ১০টিতে রয়েছে ৯টি করে কেন্দ্র ও চড়াইখোলা ইউনিয়নের ১০টি। একে সর্বমোট ১০০ টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৩৪টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়েছে। এরমধ্যে চওড়া বড়গাছায় ৩টি, গোড়গ্রামে ৪টি, পলাশবাড়িতে ২টি,রামনগরে ৪টি, কচুকাটায় ৩টি, পঞ্চপুকুরে ২টি ,সোনারায়ে ৩টি, সংগলশীতে ৩টি, চড়াইখোলায় ৩টি, চাপড়াসরমজামীতে ২ টি ও লক্ষীচাপ ইউনিয়নে ৫টি কেন্দ্র।

পুলিশ সুপার (এসপি) মোখলেছুর রহমান বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও পুলিশ এবং র্যা ব টহল দিচ্ছে। বহিরাগত সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউপিতে কনফিডেন্স বিল্ডিং প্যাট্রলের মাধ্যমে ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অবগত ও সম্পৃক্ত করা হচ্ছে। যেকোনো ধরণেরর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি আমরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি নির্বাচনের আগে-পরে পুলিশ সক্রিয় থাকবে।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের আগে-পরে যেন কোনো সহিংসতা ঘটাতে না পারে এজন্য পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন থাকবে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ১১ নভেম্বর সদরের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০০টি ভোটকেন্দ্রে ১’শ জন প্রিজাইডিং অফিসার, ৫৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

(ওকে/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test