E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী ভোটারের উপস্থিতি বেশি টাঙ্গাইলে

২০২১ নভেম্বর ১১ ১৪:১১:৫২
নারী ভোটারের উপস্থিতি বেশি টাঙ্গাইলে

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া টাঙ্গাইলের ৩টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে৷  বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সকাল থেকেই নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৪ জন, সাধারণ সদস্য পদে ৬০৫ জন এবং সংরক্ষিত পদে ১৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলাবাহিনী গুরুত্বসহকারে দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় টাঙ্গাইলের ধনবাড়ী, সখীপুরে এবং দেলদুয়ার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধনবাড়ী উপজেলায় পাইস্কা, ধোপাখালী, যদুনাথপুর, বানিয়াজান, বীরতারা, বলিভদ্র, মুশুদ্দি, সখীপুর উপজেলায় কাকড়াজান, বহেড়াতৈল, যাদবপুর, বহুরিয়া; দেলদুয়ার উপজেলায় দেলদুয়ার, পাথরাইল, দেউলী, এলাসিন, লাউহাটি, ফাজিলহাটি এবং ডুবাইল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ধনবাড়ী উপজেলার মুশুদ্দি, বীরতারা এবং বলিভদ্র ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্বিতায় চেয়ারম্যান পদের প্রার্থীরা নির্বাচিত হলেও সাধারণ সদস্য এবং সংরক্ষিত পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোট কেন্দ্র করেছে ১৭২টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৩৮৭ জন। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৭ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছে। অপরদিকে র্যাব এবং ডিবির টিমও কাজ করছে।
আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে।


(এসএএম/এএস/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test