E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ নভেম্বর ১১ ১৫:৫৩:৩৯
ভৈরবে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশ আওয়ামী লীগের নির্ভরযোগ্য সহযোগী অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, দোয়া মাহফিল ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব পৌর শহরের রাজকাচারী প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর ইসলাম অলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএস বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম আহমেদ খোকন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, খলিলুর রহমান লিমন, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন প্রমুখ।

পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন অপু, তমাল আহমেদ ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মো. রিয়াদ মিয়া, পৌর ছাত্রলীগ সভাপতি সালে রহমান মিকদাত, সাধারণ সম্পাদক ইমন মিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, ভৈরবের আওয়ামী লীগ যেমন ঐক্যবদ্ধ। তেমনি বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দের দিক নির্দেশনায় ঐক্যবদ্ধ রয়েছে। এর মধ্যে যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে ভৈরব-কুলিয়ারচর আসন এমপি নাজমুল হাসান পাপন এর হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আগামী ইউপি নির্বাচনে ও আসন্ন সকল নির্বাচনে যুবলীগ বিগত দিনের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত্ব আহ্বান জানান বক্তারা। এ সময় যুবলীগের ৪৯তম জন্মদিনে সফলতা কামনা করেন।

আলোচনা শেষে ভৈরব রাজকাচারী প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় দোয়া শেষে কেক কেটে দিনটি উদযাপন করেন অতিথিবৃন্দ।

(এম/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test