E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ

২০২১ নভেম্বর ১২ ১৪:৪১:২০
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ

রাজন্য রুহানি, জামালপুর : নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ তেল, ডিজেল ও পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করে দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। জনগণের ক্রয়ক্ষমতা না বাড়লেও দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনদুর্ভোগ এখন চরমে। তাই ব্যর্থ ও জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সহ-দফতর সম্পাদক গাউছুল আজম শাহীন, পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test