E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ২০ ইউনিয়নে নৌকা ১১, বিদ্রোহী ৬, বিএনপির স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী

২০২১ নভেম্বর ১২ ১৭:৫২:৫৯
নওগাঁয় ২০ ইউনিয়নে নৌকা ১১, বিদ্রোহী ৬, বিএনপির স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী

নওগাঁ প্রতিনিধি : দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ জেলার ২ উপজেলার ২০টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৬ জন এবং বিএনপির স্বতন্ত্র ৩ প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৬জন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৪জন এবং বিএনপির স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, নৌকা প্রতীকে চন্ডিপুর ইউনিয়নে খুরশিদ আলম রুবেল, বর্ষাইল ইউনিয়নে সহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু, বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা, তিলকপুর ইউনিয়নে রেজাউল করিম, বলিহার ইউনিয়নে মাসরেফুর রায়হান মাহিন। আওয়ামী লীগের বিদ্রোহী কীর্ত্তিপুর ইউনিয়নে নাজমুল হক হান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়নে জসিম উদ্দিন, শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী দুবলহাটি ইউনিয়নে আজম শাহ, হাঁপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও বক্তারপুর ইউনিয়নে সারোয়ার কামাল চঞ্চল।

সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১১১টি কেন্দ্রের ৬০১টি কক্ষে ভোট গ্রহন হয়। ১১টি ইউনিয়নে ৬৫৫ টি ব্যালট বাক্স এবং বক্তারপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৮২ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন সম্পূর্ন হয়। যেখানে চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
অপরদিকে, রানীনগর উপজেলায় ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা ৫, আওয়ামীলীগের বিদ্রোহী ২জন ও বিএনপির স্বতন্ত্র ১জন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন, নৌকা প্রতীকে রানীনগর সদরের খট্টেশ্বর ইউনিয়নে চন্দনা শারমিন রুমকি, মিরাট ইউনিয়নে হাফেজ জিয়াউর রহমান, গোনা ইউনিয়নে আব্দুল খালেক বড়গাছা ইউনিয়নে আব্দুল মতিন মাষ্টার, একডালা ইউনিয়নে শাহজাহান আলী। আওয়ামী লীগের বিদ্রোহী কালীগ্রাম ইউনিয়নে আব্দুল ওয়াহাব চাঁন ও কাশিমপুর ইউনিয়নে মখলেছুর রহমান বাবু। বিএনপির স্বতন্ত্র প্রার্থী পারইল ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ।এ উপজেলার ৮টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রে ৪৩২টি কক্ষে ভোট গ্রহণ হয়। এরমধ্যে ৮টি ইউনিয়নে ৪৪৭ টি ব্যালট বাক্স এবং কাশিমপুর ইউনিয়নে নয়টি কেন্দ্রে ৫০টি বুথে ৭৫টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৭৩৪ জন।

অপরদিকে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউপির কসবা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া মার্কা প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আল কাফি তুহিনের সঙ্গে প্রথমে আওয়ামীলীগ সমর্থক ও পরবর্তীতে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বর্ষাইল ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে. বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নিকট পরাজয় জেনে, ভোট কারচুপির হয়েছে বলে প্রায় দুই থেকে আড়াই শ’ কর্মী-সমর্থক নিয়ে ৮নং কেন্দ্রের ফলাফল ঘোষণা বাধাগ্রস্ত করতে সেখানে কর্মরত চিফ জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম ও নওগাঁ সদর সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলামকে অবরুদ্ধ করে এবং উক্ত ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় আওয়ামীলীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে পুলিশ অবরুদ্ধ ম্যাজিস্ট্রেটদেরকে উদ্ধার করতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় তারা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসামীদের গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে বলে শুক্রবার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল নিশ্চিত করেছেন।

(বিএস/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test