E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সদর উপজেলায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার

২০২১ নভেম্বর ১২ ১৮:০১:৫৩
সাতক্ষীরা সদর উপজেলায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার হয়েছে। এছাড়া ১৩ জনের মধ্যে ১০ জনই নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছে:ন। ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগের নৌকা ৩টিতে, আওয়ামী লীগের বিদ্রোহী ৬টিতে, বিএনপি ২টিতে, জামায়াত ১টিতে এবং জাতীয় পার্টির একজন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ১৩টি ইউনিয়নে ভোট  গণনা শেষে রিটানিং অফিসারগণ রাতে বেসরকারীভ:াবে ফলাফল ঘোষণা করেন। 

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর জানান, বাঁশদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান (নৌকা) ৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো: নাজমুল হাসান (মোটর সাইকেল) ৩ হাজার ৩৭০ ভোট পেয়েছেন।

সদর উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে মুহাম্মদ আব্দুল গফফার (টেলিফোন) ৪ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট।

লাবসা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এখানে জেলা বিএনপির সদস্য সচিব বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম (আনারস) ১৭ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: নজরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৩৭৫ ভোট।

বল্লী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য এড. মো: মহিতুল ইসলাম (আনারস) ৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী শেখ হাবিবুর রহমান (চশমা) পেয়েছেন ৪ হাজার ০১১ ভোট।

আগরদাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো: কবীর হোসেন (টেবিল ফ্যান) ৭ হাজার ৫৫০ ভোট, পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থানা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মঈনুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৮৮০ ভোট।

ঝাউডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো: আজমল উদ্দীন (নৌকা) ১০ হাজার ৬১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বি বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৮ হাজার ৪৫৯ ভোট।

ঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল কাদের (মোটর সাইকেল) ৪ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মো: ফজলুর রহমান (নৌকা) পেয়েছেন ২ হাজার ৬৫০ ভোট।

বৈকারি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবু মো: মোস্তফা কামাল (মটর সাইকেল) ১০ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান মো: আসাদুজ্জামান অসলে (নৌকা) পেয়েছেন এক হাজার ১২৫ ভোট। ।

ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টি সমর্থিত ইসরাইল গাজী (মোটর সাইকেল) ৬ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭০৮ ভোট।

শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাাদক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম আবুল কালাম আজাদ (আনারস) ৭ হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নকিটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী (নৌকা) ৩ হাজার ৮১৭ ভোট।

ফিংড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: লুৎফর রহমান (আনারস) ১০ হাজার ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামাতের মো: আজাদুল ইসলাম (চশমা) ৫ হাজার ৩১৯ ভোট পেয়েছেন।

ধুলিহর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: মিজানুর রহমান চৌধুরী (আনারস) ৮ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাবু (নৌকা) পেয়েছেন ৭ হাজার ০৯৩ ভোট।

ব্রহ্মরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: আলাউদ্দীন (নৌকা) ৭ হাজার ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮৫৪ ভোট।

(আরকে/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test