E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় সংঘর্ষ প্রস্তুতিকালে ২৫ জন গ্রেফতার

২০২১ নভেম্বর ১৩ ২১:৫১:৫৫
সালথায় সংঘর্ষ প্রস্তুতিকালে ২৫ জন গ্রেফতার

আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুর : নির্বাচনী পরবর্তী সহিংসতা রোধে ফরিদপুরের সালথা উপজেলায় ইউপি নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতিকালে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সালথা উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার সন্ধ্যায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মোঃ আসিকুজ্জামান বলেন, সালথায় ইউ‌পি নির্বাচ‌নে ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫১ ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মঙ্গল সরদার (৪০), সবুজ সেখ (৩০), মুরাদ সরদার (২৫), মনির সেখ (৩২), বাবুল ইসলাম (২০), আলমগীর মুন্সী (৪০), মতিয়ার রহমান (৪৫), ইমরুল মাতুব্বর (২৫), মোহাল্লাল সেখ (৩৫), গফফার মাতুব্বর (২২), সাবু খাঁন (২৫), রেজাউল করিম (২৭), খলিল সেখ (৪৫), ফারুক খাঁন (৫০), নাজির সেখ (৩০), ইমরুল হোসেন (৩৭), আলমগীর মোল্লা (৪০), ফরিদ মোল্লা (৩৫), কামাল মোল্লা (৩০), এনায়েত সেখ (২৫), শাহজাহান মোল্লা (৪০), শামীম মোল্লা (২০), মোস্তফা মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৩০) ও লিটন মাতুব্বর (৩৫)।

ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, নির্বাচ‌নে ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ঘের প্রস্তু‌তিকা‌লে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গেফতারকৃতদের শনিবারে ফরিদপুরের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়েছে।

উল্লেখ্য, কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে ১১ নভেম্বর ২য় ধাপে সালথা উপজেলার আটটি ইউনিয়নের ৭৬ টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন শেষ হয়। এতে আওয়ামী লীগের ৫জন প্রার্থী ও স্বতন্ত্র ৩ জন প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

(এএনএইচ/এএস/নভেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test