E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার  ১

২০২১ নভেম্বর ১৬ ১৮:১২:৩৪
সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার  ১

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কালোবাজারে বিক্রি হচ্ছে বলে জানাগেছে। বিক্রয়কৃত ৩০ বস্তা চাল উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। ১৫ নভেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামানসহ থানার একটি পুলিশ টিম উপজেলার গৌড়দিয়া বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন।  এ সময় দোকানদার পারভেজকে আটক করে পুলিশ। এঘটনায় সালথা থানার এসআই মো: রাশেদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

দোকানে উপস্থিত পারভেজের ছেলে ছাব্বির বলেন, বিভাগদি গ্রামের আলীম মোল্লা প্রথমে চালের কিছু সেম্পুল নিয়ে আমাদের দোকানে আসে। সে এই চাল বিক্রি করবে। ৩৫ টাকা কেজি ৫০ কেজির ৩০ বস্তা চাল পাঠাবে বলে ৬১ হাজার টাকা নিয়ে যায়। পরে রাত ৮ টার দিকে চাল পাঠায়। আমার বাবা গোডাউনে চাল রেখে দেয়। রাত ৯ টার দিকে পুলিশ এসে গোডাউন খুলতে বললে বাবা গোডাউন খুলে দেয়। পুলিশ ৩০ বস্তা চালসহ আমার বাবাকে ধরে নিয়ে যায়। তবে এটা সরকারী চাল কিনা সেটা আমার বাবা জানতো না।

অভিযুক্ত আ. আলিম মোল্যা পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার নাতী শাকিল মোল্যা বলেন, উদ্ধারকৃত চাল আমাদের না, ওটা যারা আমাদের থেকে ক্রয় করেছে তাদের থেকে হয়তো দোকানদার ক্রয় করেছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নকুলহাটি বাজারের ডিলার আ: আলিম মোল্যা কিছু চাল কালোবাজারে বিক্রি করেছে, এমন অভিযোগে থানা পুলিশ গৌড়দিয়া বাজারে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করেছে। আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

থানা অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান বলেন, ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল ও (যাহার প্যাকেটের গায়ে সরকারী খাদ্য সিল মারা ছিল) উদ্ধার করি। এসময় পারভেজ নামে ঐ দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পারভেজের কাছ থেকে জানতে পারি যে, এই চাল নকুলহাটি বাজারের চালের ডিলার আলিম মোল্যা তার কাছে বিক্রি করেছে। ডিলার আব্দুল আলিম মোল্যা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে প্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার বলেন, এ ঘটনায় তদন্তের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্তপূর্বক ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এন/এসপি/নভেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test