E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইজিপি কাপ উপলক্ষে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে সংবাদ সম্মেলন

২০২১ নভেম্বর ১৬ ১৮:২৪:৩১
আইজিপি কাপ উপলক্ষে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে সংবাদ সম্মেলন

দিলীপ চন্দ, ফরিদপুর : আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা বালক বালিকা অনূর্ধ্ব ১৯ এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে শেখ জামাল স্টেডিয়াম এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ ও করুন গ্রুপের সার্বিক সহযোগিতায় এতে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা

সংবাদ সম্মেলনে জানানো হয় ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলা কে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। তারপর থেকেই বাংলাদেশ কাবাডি ফেডারেশন গ্রামগঞ্জে কবাডি খেলাকে জনপ্রিয় করতে কাজ করতে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন সভাপতি চৌধুরী আব্দুল আল মামুন ডি জি রাব, ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ডিআইজি ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব ১৯ (বালক বালিকা) শুরু করতে যাচ্ছে।

বুদ্ধি ও কৌশলের খেলা কাবাডি মজার খেলা কাবাডি, চিত্রা শক্তিকে প্রসার করে কাবাডি খেলা, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর আহবাণ এ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব ১৯ বালক বালিকা কাবাডি লিগ ২০২১ শুরু হয়েছে । লক্ষ্য ও উদ্দেশ্য কাবাডি খেলার প্রচার ও প্রসার। বাংলাদেশ কাবাডি খেলার আন্তর্জাতিক সফলতা ইতিমধ্যে পেয়েছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন সভাপতি চৌধুরী আব্দুল আল মামুন ডিজে রাব, ও সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ এর উদ্যোগে ইতিমধ্যে সকল জেলার ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ সুপার সমন্বয় এ কাবাডি লিগ আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে

ফরিদপুর জেলা কাবাডি লিগ আইজিপি কাপ অনূর্ধ্ব ১৯ (বালক ও বালিকা) ৯টি উপজেলা দল অংশগ্রহণ করছে। দলগুলি হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা, মধুখালী উপজেলা ও সালথা উপজেলা। প্রতিযোগিতা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং তা শেষ হবে ২১ নভেম্বর।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১০০০০টাকা প্রাইজমানি ও ট্রফি। এবং রানার আপ দল ৬০০০ টাকা এবং ট্রফি। এবং অংশগ্রহণ বাবদ প্রত্যেকটি দল ৫০০০ টাকা করে পাবে। এই টুর্নামেন্ট সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(ডিসি/এসপি/নভেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test