E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হলেন ভৈরবের গোলাম মোস্তফা

২০২১ নভেম্বর ১৭ ১৫:৫১:৫৯
বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হলেন ভৈরবের গোলাম মোস্তফা

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবের কৃতি সন্তান মো. গোলাম মোস্তফা ডাক বিভাগের পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহা-পরিচালক হয়েছেন। গত ৯ নভেম্বর মঙ্গলবার তিনি এই পদোন্নতি পেয়ে ১০ নভেম্বর বুধবার স্বপদে অফিসে যোগদান করেন। এর আগে তিনি পরিচালক পদে কর্মরত ছিলেন। ১৫তম বিসিএস এর মাধ্যমে ডাক ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে ১৯৯৫ সালের ১৫ নভেম্বরে সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে ডাক অধিদপ্তরে যোগদানের মাধ্যমে তিনি কর্ম জীবন শুরু করেন।  

তিনি ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল থেকে ১৯৮০ সালে এসএসসি ও ঢাকা কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মো. গোলাম মোস্তফা ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম লাল মিয়া এবং মাতা রাবেয়া খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার দুই কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।

(এম/এসপি/নভেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test