E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় নবান্ন উৎসব

২০২১ নভেম্বর ১৭ ১৬:০১:১২
পাথরঘাটায় নবান্ন উৎসব

অমল তালুকদার, পাথরঘাট (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় বাহারি পিঠার সমারোহে মঙ্গলবার বিকেল থেকে  নবান্ন উৎসব হারিয়ে যাওয়া গ্রাম বাংলার অসংখ্য প্রজাতির পিঠাপুলির প্রদর্শনী স্থানীয় উদীচী শিল্পীগোষ্ঠী এবং বান্দরবানের আদিবাসী নৃগোষ্ঠীর উদ্যোগে রাত ১১টা অবদি চলে  সংস্কৃতিক অনুষ্ঠান।

পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই নবান্ন উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় দুজন সংসদ সদস্য জেলা প্রশাসক সহ হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। এই আয়োজনে স্থানীয় পরিচিত অপরিচিত অসংখ্য প্রজাতির গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি স্টলে স্টলে উপস্থাপন করা হয়। অগ্রহায়নের নতুন ধানের চালের এসব পিঠা পুলি খেতে ও দেখতে ভিড় জমে যায় স্টলে স্টলে। একই সঙ্গে পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে পাথরঘাটা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে এবং বান্দরবান থেকে আসা আদিবাসী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতোয়ারা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, নবান্নের এ পিঠা উৎসব ঐতিহ্যগত ভাবে বাঙালির উৎসব। তাই বাঙালির এ নবান্নের নতুন ধানের বাহারি পিঠা সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মুলত এ আয়োজন।

পাথরঘাটা ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৩০টি স্টলে শতাধিক পিঠাপুলির পরিবেশন করা হয়েছে। এসব পিঠের মধ্যে স্থান পেয়েছে মুঠেপিঠা, কুলিপিঠা, ক্ষীর পাটিসাপটা পিঠা, বড়াপিঠা,চন্দ্র মালি পিঠা, লক্ষী পিঠা, স্টারপিঠা,প্রজাপতি পিঠা, নারিকেল পিঠা, নারকেল কাঁচাগোল্লা পিঠা, রুটি পিঠা, নকশি পিঠা, চিতেই পিঠা, , দুধ কূলিপিঠা,বিস্কুটপিঠা, রকমারি পিঠা, শাপলা কলি পিঠা , সিরিঞ্জ পিঠা,পাকান পিঠা, কাটা পিঠা, মাছ পিঠা, কাঁঠাল খুশি পিঠা, ভাপা পিঠা, দুধ ছানা পিঠা, কুয়া পিঠা ইত্যাদি।

অর্ধশতাধিক পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণকারী প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক তামান্ন আক্তার বলেন, পহেলা অগ্রহায়ণ নবান্নের প্রথম দিনে পাথরঘাটায় পাথরঘাটায় পিঠা উৎসবে আমরা ৪০ রকমের পিঠাপুলি নিয়ে এসেছি। তবে পিঠা উৎসবের বাহারি পিঠার স্বাদে গন্ধে শিশুসহ নারী পুরুষ সবাই উৎসব মুখর। করোনাকালীন দুর্যোগের পরে এ আয়োজন মানুষের মাঝে আনন্দের দোলা বন্যা বইছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে নবান্ন উৎসবে বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান, ৩১৫ আসনের সংরক্ষিত নারী সাংসদ সুলতানা নাদিরা, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির প্রমুখ।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, অগ্রাহনের প্রথম দিনে শীতের শুরুতে নবান্নের এ পিঠা উৎসব পুরোপুরি বাঙালির উৎসব। বাঙালির এ উৎসবকে ঘরে ঘরে পৌঁছে দিতে এ উৎসব।
পাহাড়ের পাদদেশ থেকে আসা বান্দরবানের আদি নৃগোষ্ঠী নানা রঙে ঢঙে নিজেকে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে নিলেন এবং তারা দাবি জানালেন পাথরঘাটা তে আবার কোন অনুষ্ঠানে যোগ দেয়ার

(এটি/এসপি/নভেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test