E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জ্বালানী কয়লার মূল্য হ্রাসসহ বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁওয়ে ভাটা মালিকদের মতবিনিময়

২০২১ নভেম্বর ১৭ ১৭:৩৩:২৮
জ্বালানী কয়লার মূল্য হ্রাসসহ বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁওয়ে ভাটা মালিকদের মতবিনিময়

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জ্বালানী কয়লার মূল্য হ্রাস, সহজশর্তে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স প্রদান এবং বিভিন্ন প্রকার হয়রানী বন্ধের দাবিতে ইট ভাটা মালিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে বুধবার দুপুরে পৌর শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি সাদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি, খুল বিভাগের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী নাজির আহম্মেদ মনু, সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য খাজা নাসির উদ্দীন শান্তি, পঞ্চগড় জেলা সমিতির সভাপতি আজহার আলী, ঠাকুরগাঁও জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি আহমেদ হোসেন বিপ্লব প্রমুখ। সভায় বক্তারা উল্লেখিত দাবি দাওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

(আই/এসপি/নভেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test