E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় সন্ত্রাসীদের ভয়ে মাঠে নামতে পারছেনা ইউপি সদস্য প্রার্থী!

২০২১ নভেম্বর ২০ ১৪:২৮:৪০
পাথরঘাটায় সন্ত্রাসীদের ভয়ে মাঠে নামতে পারছেনা ইউপি সদস্য প্রার্থী!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিজলাঠিমারা গ্রামের আপেল প্রতীকের প্রার্থী মোঃ ছগির আলম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী মোঃ জাহারুল শিকদার ও তার নেতা কর্মীদের ভয়তে মাঠে নামতে পারছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছগির আলম ২০ নভেম্বর পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলন করেছেন। লিখিত ও মৌখিক অভিযোগ সূত্রে জানা গেছে নির্বাচনের শুরু থেকে অদ্য পর্যন্ত কোন রকম মাঠে নামতে পারছেন না ছগির আলম।

ছগির আলম বলেন, আমি আপেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। একই সঙ্গে পাথরঘাটা বিএফডিসি আড়তদার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম এবং পাথরঘাটা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।

তাই দীর্ঘদিন ধরে নিজলাঠিমারা গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকায় তারাও এ কঠিন সময়ে আমার পাশে থেকে আপেল প্রতীক সমর্থন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহারুল শিকদার ও তার বহিরাগত কর্মীবাহিনী আমাকে ও আমার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে গিয়ে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি জাহারুল শিকদারের ছেলে বাবু শিকদারের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী আমাকে ও আমার কর্মী সমর্থকদের খুন-জখমের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছে। ওই হুমকির ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর রাত ১০টার দিকে আমার বাসা থেকে আমাদের কর্মী-সমর্থকরা তাদের নিজ নিজ বাসায় যাওয়ার পথে বাবু সিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তাদের ধাওয়া দিয়ে হামলার চেষ্টা চালায়। একইভাবে পরের দিন ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে আবারও বাবু শিকদারের নেতৃত্বে ওই ১৪ থেকে ১৫ জনের সন্ত্রাসী বাহিনী আমার পথরোধ করে নির্বাচন থেকে সরে যেতে বলে। এমনকি নির্বাচন থেকে সরে না গেলে আমার বাড়ি ঘরসহ আমার কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করা হবে।

এছাড়া প্রতিনিয়ত গ্রামের পথ ধরে একদল বহিরাগতরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে এতে সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। যা নির্বাচন আচরণবিধি লংঘন। এ ঘটনায় গত ১৫ নভেম্বর রিটার্নিং অফিসার ও পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবে ওই অভিযোগের পর থেকে পাথরঘাটা থানার পুলিশ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করলেও অদ্য পর্যন্ত মাঠে নামার কোন পরিবেশ সৃষ্টি না হওয়া আমি ও আমার নেতা কর্মীরা নামে নতে পারছিনা।

এ ব্যাপারে জাহারুল শিকদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এসকল অভিযোগ ঠিক নয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে আছেন এবং তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

(এটি/এএস/নভেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test